চাঁপাইনবাবগঞ্জ জেলায়কমিউিনিটি পুলিশিং ডে উদযাপন

107

মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় কমিউিনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ-উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সমাজে কউিনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্বরোপ করেছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে কমিউিনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ-উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর আলহাজ রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর সাংবাদিক মো. তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সামিউল হক লিটনসহ অন্যরা।
আলোচনা সভায় বিভিন্ন সেক্টরের প্রতনিধিরা অংশগ্রহণ করেন।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা পুলিশের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি।
এ সময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল রাজিব রাজু। এ-সময় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোলাহাট : জেলার ভোলাহাট উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। ভোলাহাট থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০টায় ভোলাহাট থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। তদন্ত অফিসার আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যন রাব্বুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন- ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান ইয়াজ দানি জর্জ, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মুসফিকুর রহমান তারা, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইখতেখার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাইফুল বিশ্বাস, গোহালবাড়ী ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।