চাঁপাইনবাবগঞ্জ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

665

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ও সনাকের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ ওঁরাও, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার,জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, সনাক, চাঁপাইনবাবগঞ্জ সভাপতি সাইফুল ইসলাম রেজা, সদস্য মাহবুবুবর রহমানসহ অন্যান্যরা। সভায় বক্তরা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তবে, এ জন্য প্রয়োজন সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীর সচেতনতা। সভায়, তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে টিআইবি ১০টি দাবী উত্থাপন করে। এর মধ্যে সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বাকস্বাধীনতার পরিপন্থী অন্যান্য ধারা বাতিলের দাবীও রয়েছে। সভায় জেলা প্রশাসক তথ্য অধিকার আইনের বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি এক সপ্তাহের মধ্যে তাঁর কার্যালয় এবং অন্যান্য কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম ও পদবী সম্বলিত ফেস্টুন টানানোর ব্যবস্থা করবেন মর্মে জানান।
এদিকে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে তথ্য কমিশন কর্তৃক প্রেস কনফারেন্সের আয়োজন করা। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রেস কনফারেন্সে । প্রধান তথ্য কমিশনার বলেন, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্্যাপন উপলক্ষে তথ্য কমিশন হতে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এগুলো হলো পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, প্রেস কনফারেন্স, স্বরণিকা প্রকাশ ও বিতরণ, টেলিভিশন ও বেতারে টকশো ও সম্প্রচার, র‌্যালি, তথ্য মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং জেলা-উপজেলা পর্যায়ে সুবিধাজনক সময়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৮ উদ্যাপন, তথ্য অধিকার পুরষ্কার প্রদান, প্রিন্ট ও ডিজিটাল পোষ্টার প্রদর্শন প্রভৃতি।