চাঁপাইনবাবগঞ্জে ১৮৪ নমূনায় আরও ২০ জন শনাক্ত

173

চাঁপাইনবাবগঞ্জে ১৮৪টি নমূনার ২ ধরণের পরীক্ষায় নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্ত হার ১০ দশমিক ৮৬ শতাংশ। আজ রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে আসা ৭৬টি নমূনার ফলাফলে ৮ জন শনাক্ত হন। শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ। এদিন জেলাব্যাপী ১০৮ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১২ জন শনাক্ত হন। শনাক্ত হার ১১ দশমিক ১১ শতাংশ। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, জেলা হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরয়িার বলেন, আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। এদের ১ জন পজিটিভ ও ৩ জন উপসর্গযুক্ত। মৃত পজিটিভ ব্যাক্তির বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। অপরদিকে, উপসর্গ নিয়ে মৃত ৩ জনের মধ্যে ১ জন রাজশাহীর গোদাগাড়ী ও ২ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি আরও বলেন, সকালে ৪ জনের মৃত্যু ও ১০ জনকে ছাড়পত্র দেয়ার পর ৭২ শয্যার ইউনিটে ১৪ টি শয্যা খালি হয়। পরে দুপুর ২ টা পর্যন্ত নতুন করে ৪ জন ভর্তি হন।