চাঁপাইনবাবগঞ্জে শুরু হল খানা তথ্যভাণ্ডার শুমারি

300

চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হয়েছে খানা তথ্যভাণ্ডার শুমারি। সকালে র‌্যালির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মাহমুদা খাতুন। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম জানান, জেলায় দুটি ভাগে গণনাকারীরা বাড়িবাড়ি গিয়ে খানা গণনা করবেন। নির্ভুল তথ্য সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর-নাচোল-গোমস্তাপুর উপজেলায় ১ হাজার ১৪৩জন গণনাকারী ও ২০১ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। অপর দিকে শিবগঞ্জ-ভোলাহাট উপজেলায় ৮১২ জন গণনাকারী ও ১৭৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। গণনাকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে খানা মালিকদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন দেখে গণনা কার্যক্রম পরিচালনা করবেন। সকল খানার আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহের লক্ষে খানা শুমারি করা হচ্ছে। ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেজ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও ত্যথ ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী ১৬ অক্টোবর গণনা শেষ হবে।