চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

86

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাটে দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ‘২০-২১ মানবতার সেবায় রহনপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রহনপুর ডাকবাংলো চত্বরে কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম।
প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেনÑ রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, সংগঠনটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, কোষাধ্যক্ষ আইনাল হক সুমন, সমাজসেবক অসিকুল এলাহি বাবলু।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে টিএমএসএস’র উদ্যোগে ৩০০ শীতার্তর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রামেশ^র হাই স্কুল মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়।
রামেশ^র হাই স্কুলের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেনÑ ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, টিএমএসএস’র রাজশাহী বিভাগীয় উপপরিচালক এসএম বাবুল, চাঁপাইনবাবগঞ্জ জোন প্রধান ওয়াকিল আহম্মেদ, গোমস্তাপুর অঞ্চল প্রধান মো. কাহার সিদ্দিক, ভোলাহাট শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম।