গোমস্তাপুরে স্মরণসভা অনুষ্ঠিত

23

১৯৭১ সালের ২০ এপ্রিল পাক হানাদার বাহিনীর বর্বরতা হামলায় গোমস্তাপুর ইউনিয়নের ৩৫ জন হিন্দু সম্প্রদায়ের লোক নিহতের ঘটনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ গোমস্তাপুর থানা প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর কামারপাড়া শ্রীশ্রী দুর্গা স্মৃতি মন্দির আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কমল চক্রবর্তী। স্মরণ সভার শুরুতেই শহীদদের স্মরণে পুষ্প অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস, গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ, গোমস্তাপুর পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মনোতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমন সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু অশোক কুমার দাস, সমাজসেবক আবুল কালাম আজাদ মিঠু ও সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন। স্মরণসভায় শেষে বৌদ্ধ ভূমিতে হরিনাম যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করা হয়।