চাঁপাইনবাবগঞ্জে শিশু সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে স্থানীয় অংশীজনদের নিয়ে ওরিয়েন্টেশন 

27

চাঁপাইনবাবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম উপস্থাপন করেন, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল। এতে সভাপতিত্ব করেন বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, মাসুদ-উল হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম, চাঁপাইনবাবগঞ্জ ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রেনী পেশার ও ধর্মীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ওয়ার্ল্ড ভিশন ও ইউনিসেফ এর সহায়তায় এই ওরিয়েন্টশনের আয়োজন করে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প।