চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে ধান বোঝাই ভটভটি উল্টে ৮ ধানকাটা শ্রমিক নিহত

106

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকায় ইঞ্জিন চালিত ধান বোঝাই একটি ভটভটি উল্টে ৮ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ এলাকার বালিয়াদিঘী গ্রামের বাবু (২৬), কাশেদ (৪২), মিঠুন (২২), তাজামুল (৪৮), কারিম (২৭), মিজানুর (২৬), আহাদ (২২) এবং একই উপজেলার লাউঘাটা গ্রামের মো. আতাউর রহমান (২৮)। এঘটনায় চালক মাসুদসহ আরো ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন ঘটনাস্থলে এবং আহাদকে হাসপাতালে নেয়ারপথে মারা যান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বি এবং শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বরেন্দ্র এলাকায় ধান কাটা শেষে একটি ভটভটিতে করে মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন ১৫ থেকে ১৬ জন শ্রমিক। পথে শিবগঞ্জ উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের ভাঙাসাঁকো এলাকায় আসলে ভটভটিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৭ জন এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এঘটনায় চালক মাসুদসহ আরো ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করেন। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল- রাব্বিসহ অন্যরা । এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।