চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

155

আসন্ন একুশে ফেব্রুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচী প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তাজকির-উজ-জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান জুয়েল, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জমির উদ্দিন, মুক্তিযোদ্ধা মনি-উদ-দৌলা চৌধুরী সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন ¤্রিেণ-পেশার প্রতিনিধিরা। সভায় একুশে’র প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ, শহরের বিভিন্ন সড়কে আল্পনা অংকন সহ দিবসটি উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।