চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স ছাড়াই অপরিচ্ছন্ন পরিবেশে গুড়াদুধ মিশিয়ে দই তৈরির দায়ে বিক্রেতার অর্থদন্ড

115

চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর ভুতপুকুর এলাকার সুমন দইভান্ডারকে ১৩ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপর ১২টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অপরিস্কার পরিবেশে দই তৈরি,দই তৈরিতে দুধের সাথে গুড়া দুধ মেশানো, দইয়ের মোড়কে উৎপাদন,মেয়াদ,মূল্য ও ওজন না থাকা এবং বিএসটিআ্ই ও দই উৎপাদন লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭,৪৩ ও ৪৫ ধারায় অর্থদন্ড আরোপ ও আদায় করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে উপস্থিত জেলা স্যানিটারী ইন্সপক্টের কোবাদ আলী দন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ধরণের অভিযান চলবে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ্উপস্থিত ছিলেন।