চাঁপাইনবাবগঞ্জে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি

101

চাঁপাইনবাবগঞ্জে প্রভাতফেরি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে উন্নয়ন সংস্থা  প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংস্থাটির বেলেপুকুরের প্রধান কার্যালয় থেকে প্রভাতফেরিটি শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে কলেজ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রয়াসের কর্মীবৃন্দ ভাষা শহীদ ও মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন বলেন-বাংলা ভাষা আমাদের গৌরবের,  সেই গৌরবের জায়গাটা আরো এগিয়ে নিতে চাই। আমারা নতুন প্রজন্মের কাছে মায়ের ভাষা বালা  ভাষার আন্দোলনের সেই ইতিহাস স্মরণ করাতে চাই। ইংরেজী ভাষার প্রয়োজন আছে তবে নিজের ভাষাকে বিকৃত করে নয়। সবার আগে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন, জ্যেষ্ঠ সহকারী পরিচালক (যোগাযোগ) আলেয়া ফেরদৌস, সহকারী পরিচালক তাজেমুল হক, সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, ফারুক আহমেদ, তানভীর আহম্মেদ রিয়াদ, আবুল কালাম আজাদসহ, রেডিও মহানন্দা ৯৮.৮এফএম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হসপিটাল ও প্রয়াসের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।