চাঁপাইনবাবগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুলিশ সুপার দল চ্যাম্পেয়ন

344

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয় চত্বরে টুর্নামেন্টের ১ম ও ২য় সেমি-ফাইনাল খেলা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোয়েন্দা শাখাকে পরাজিত করে পুলিশ সুপার দল চ্যাম্পেয়ন হয়। পুলিশ সুপার দলে ছিলেন পুলিশ সুপার নিজে এবং তাঁর ছেলে মোকাররম মোজাহিদ সাকিব। অপর দিকে গেয়েন্দা শাখা দলে খেলেন অফিসার ইনর্চাজ বাবুল উদ্দিন সরদার ও কনস্টেবল খাদেমুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার মো. সানাউল হক এর পরিচালনায় এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
পল্লীকর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলসহ অংশগ্রহণকারী খেলোয়াড় পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ খেলার প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় ডা. শিমুল বলেন- এমন খেলা আয়োজনে সহযোগিতার জন্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্টের আয়োজক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন- আমরা সারাদিন যে পরিমাণ পরিশ্রম করি, যে পরিমাণ কাজে ব্যবস্ত থাকি তাতে খেলাধুলা বা বিনোদন থেকে আমরা বঞ্চিত হই। ধন্যবাদ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনকে, ধন্যবাদ পিকেএসএফকে, তারা আমাদের সেই বিনোদনের সুযোগটি করে দিয়েছে। হাসিব হোসেন গতবছরই আমাদের এ সুযোগটি করে দিয়েছিলেন। সে সাথে আমার প্রতিটি পুলিশ সদস্যকেও ধন্যবাদ জানায়।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সহধর্মিনী ফারজানা মোজাহিদ, অতিরিক্ত পুলিশ (নবাবগঞ্জ সার্কেল) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার আব্দুল হাই সরকার,
সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মুহা. আব্দুল বারী, প্রয়াসের হিসাব রক্ষণ অফিসার মো. আবু শালেকসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে জেলা পুলিশের ১৬ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা।