চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

375

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে স্থানীয় ডায়াবেটিস সমিতি চত্বর থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে, শাহনেয়ামতুল্লাহ কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার পরিচালক ডা. দুরুল হোদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক। বিশেষ অতিথির বক্তব্য দেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। আলোচনা শেষে প্রধান অতিথি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন। এদিকে, নাচোলে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এসব কর্মসুচীতে অংশ নেয় নাচোল উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাচোল ডায়াবেটিক সমিতি। এ লক্ষ্যে আজ নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে “পরিবার এবং ডায়াবেটিস” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বহী কর্মকর্তা সাবিহা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর হোসাইন, রাজশাহী বক্ষ্মব্যাধী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। অন্যদিকে, গোমস্তাপুরের রহনপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রহনপুর ডায়াবেটিস সমিতি র‌্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। রহনপুর ডাকবাংলো সমিতির কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. তৈয়ব আলী। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আশরাফুল হক মাষ্টার। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।