চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবসে আলোচনাসভা

482

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে জাতীয় মহিলা সংস্থা,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আজ বিকেলে শহরের পাঠানপাড়া নিজস্ব কার্যালয়ে সংস্থার জেলা চেয়ারম্যান আ্যাড.ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন বাল্য বিয়ের শিকার সংস্থার কম্পিউটর ইন্টার্নী একাদশ ¤্রণেীর শিক্ষার্থী মারুফা ইয়াসমিন, দর্জি ট্রেড প্রশিক্ষনার্থী নাসরীন সুলতানা ও নকশী কাঁথা ট্রেড প্রশিক্ষনার্থী রিনা বেগম। এই তিনজন তাদের বিভিষীকাময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও বাল্য বিয়ের কুফল সম্পর্কে বক্তব্য দেন, সংস্থার সহকারী কম্পিউটার প্রোগ্রামার তাসরীন সুলতানা,নকশী কাঁথা ট্রেড প্রশিক্ষক সেনোরা খাতুন,সহ প্রশিক্ষক খরশীদা খুশী,দর্জি ট্রেড প্রশিক্ষক রেহেনা ইয়াসমিন, আইটি ট্রেড প্রশিক্ষক রেহনাজ বন্যাসহ অন্যান্যরা।

অন্যদিকে, নাচোলে বাল্যবিয়ে নিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সমিতির সদস্য ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশ গ্রহন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাইরুল আনাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁনসহ অন্যান্যরা। সংক্ষিপ্ত আলোচনা সভায় বাল্যবিয়ে নিরোধ সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও নিকাহ্ রেজিষ্টার ও মৌলভীদের ছাড়া বাল্যবিয়ে নিরোধ সম্ভব নয় বলে উল্লেখ করেন বক্তারা।