চাঁপাইনবাবগঞ্জে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

263

চাঁপাইনববাবগঞ্জ জেলায় চলতি বছর পিইসি ও ইবতেদায়ী পরীক্ষার সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল করেছে। আজ প্রকাশিত ফলাফল অনুযায়ী ওই দুই পরীক্ষায় মোট ৩ হাজার ৯৯০ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বালক ১ হাজার ৭৭২ জন। বালিকা ২ হাজার ২১৮ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) সাইফুল ইসলাম জানান, পিইসিতে ২৯ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার পাশের হার ৯২.০৩৫শতাংশ। এর মধ্যে বালক পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৫০৩ জন। পাশের হার ৯০.৬২। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৩৯ জন। পিইসিতে বালিকা পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৪৫৭ জন। পাশের হার ৯৩.৪৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১০৪ জন।
অন্যদিকে, ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জেলায় ৩ হাজার ৬৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাশের হার ৮৫.৪৫শতাংশ। এর মধ্যে বালক পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯৪৩ জন। পাশের হার ৮৩.৫৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩৩ জন। ইবতেদায়ীতে বালিকা পরীক্ষার্থী ছিল ১হাজার ৭৫০ জন। পাশের হার ৮৭.৩২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১৪ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও জানান, জেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭০৫টি। তবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রগ্রহণ করে বেসরকারী প্রাথমিক ও মাদ্রাসাসহ সব মিলিয়ে ১ হাজার ৮২টি প্রতিষ্ঠানের ৩৩ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী।
এদিকে জেলায় পিইসিতে এককভাবে সর্বোচ্চ ফলাফল করেছে নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। শতভাগ পাশসহ তাদের ১৭১ জন বালক ও বালিকার মধ্যে ১২১ জন জিপিএ ৫ পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল করেছে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। শতভাগ পাশসহ তাদের ১২১ জন ছাত্রীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০৯ জন।

চাঁপাইনবাবগঞ্জে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৩ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২১ হাজার ৫২৬ জন। যারমধ্যে পাশ করেছে ২০ হাজার ২৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১৩৭ জন। এতে বালক পরীক্ষার্থী ৯ হাজার ৬৫৬ জনের মধ্যে পাশ করেছে ৮ হাজার ৯৬৪ জন। পাসের হার ৯২ দশমিক ৮৩। জিপিএ ৫ পেয়েছে ৪৭৯ জন। অপরদিকে বালিকা পরীক্ষার্থী ১১ হাজার ৮৭০ জনের মধ্যে পাশ করেছে ১১ হাজার ৬১ জন। পাশের হার ৯৩ দশমিক ১৮। জিপিএ ৫ পেয়েছে ৬৫৮ জন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, পরীক্ষায় জেলায় সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এখান থেকে ২৩১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশসহ জিপিএ ৫ পেয়েছে ১৩১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। এখান থেকে ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ১২১ জন।

গোমস্তাপুরে এবারের জেএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন। এর মধ্যে জেএসসিতে ১’শ ৫৫ জন ও জেডিসিতে মাত্র ১ জন জিপিএ ৫ পেয়েছে। এবার উপজেলায় ২৭ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে রহনপুর তোজাম্মেল হোসেন জুনিয়র বিদ্যালয়। ২২ জন জিপিএ ৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া ১৭ জন করে জিপিএ ৫ পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় ও আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। জেডিসিতে উপজেলায় একমাত্র জিপিএ ৫ পেয়েছে কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসা থেকে।

চলতি বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোমস্তাপুর উপজেলায় মোট ৫২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বরাবরের মতো এবারও রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কেজি স্টান্ডার্ড) ৩২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়াও আলীনগর ইউনিয়নের নুরজাহান প্রি-ক্যাডেট স্কুল ২৪ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে এবং ২০ জন জিপিএ-৫ পেয়ে তোজাম্মেল হোসেন একাডেমী উপজেলায় তৃতীয় স্থানে রয়েছে। অপরদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলায় মোট ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।