চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

145

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা ও তদনি¤œ পর্যায়ের জনপ্রতিনিধি, পেশাজীবি, যুবসংগঠনের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের জন্ম এবং জেন্ডার বিষয়ক উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. আব্দুস সালাম। প্রশিক্ষণ সহায়তা করেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনসালট্যান্ট ডা. সাদেকুন বারী, সহকারী পরিচালক মো. মাকিন ও  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহনেওয়াজ। কর্মশালায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, সুপরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু মৃত্যু রোধ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।