চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র ভাঙ্গণ রোধে ৫৬৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

394

চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘পদ্মা নদীর ভাঙ্গণ হইতে চাঁপ্ইানবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা’-শীর্ষক একটি প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহেদুল আলম ও উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মার্চ’ ২০২০ হতে জুন’২০২৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রকল্প এলাকাটি ভাঙ্গণ কবলিত প্রবণ হওয়ায় আসন্ন বন্যা মৌসুমের পূর্বেই কাজটি বাস্তাবায়ন শুরু হওয়া একান্ত জরুরি। দীর্ঘদিন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বহুল আখাঙ্খিত প্রকল্পটি অনুমোদনের চেষ্টা করে আসছিল। প্রকল্পটি অনুমোদন হওয়ায় রাজনৈতিকসহ স্থানীয় সকল মহল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গৃহীত প্রকল্পের আওতায় রয়েছে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ৩.৬ কিলোমিটার ও শাজাহানপুর ইউনিয়নের ২.৫ কিলোমিটারসহ মোট ৬.১ কিলোমিটার নদী তীর সংরক্ষন কাজ, চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় ১১.৬৭ কিলোমিটারের সংরক্ষিত তীরের মধ্যে ৪ কিলোমিটার অংশের পূর্ণবাসণ ও মেরামত কাজ এবং সদরের চরবাঙ্গডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকা থেকে জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পর্যন্ত ২০.৪৭ কিলোমিটার নির্মিত বাঁধের ক্ষতিগ্রস্থ ৮ কিলোমিটার অংশ পূনরাকৃতি (রিসেকশনিং) করণের কাজ। এর আগে গত ২৮’ফেব্রুয়ারী পাউবো প্রকৌশলীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মন্টু কুমার বিশ্বাস আজ প্রকল্পটি একনেকে উপস্থাপনের বিষয়টি নিশ্চিত করে তা অনুমোদন হবার আশা প্রকাশ করেন। এসময় সাবেক সাংসদ আব্দুল ওদুদ তাঁর সাথে ছিলেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র ভাঙ্গণ রোধে সর্বশেষ সমাপ্ত প্রকল্পে সদরের আলাতুলী ইউনিয়নে ২৬৫ কোটি টাকা ব্যয়ে বামতীর রক্ষা বাঁধ নির্মিত হয়। আশা করা হচ্ছে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ এলাকার পদ্মাতীরবর্তী বিস্তীর্ণ এলাকা পদ্মার ভাঙ্গণ থেকে রক্ষা পাবে। ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পাবে দেশের ভূখন্ড এবং নদীতীরের মানুষের জমি ও সম্পদ।