চাঁপাইনবাবগঞ্জে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধি দলের আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র পরিদর্শন

179

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষনা কেন্দ্র পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা হতে আগত বাংলাদেশ আর্মি, নৌ বাহিনী, বিমান বাহিনী, সিভিল সার্ভিস, নাইজেরিয়ান আর্মি,বিমান বাহিনী ও শ্রীলংকান আমির্র একটি প্রতিনিধি দল। আজ দলটি কেন্দ্রে এসে পৌঁছুলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। কেন্দ্র পরিদর্শন শেষে আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের সম্মেলন কক্ষে ব্রিফিং অনুষ্ঠান বক্তব্য রাখেন, বাংলাদেশ আর্মির মেজর জেনারেল আশিকুজ্জামান, বাংলাদেশ সিভিল সার্ভিসের নাজমুল হুদা সিদ্দিকী, দাউদ মিয়া, বেলালুর রহমান, তৌফিকুল ইসলাম সাটিল, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের ড. জমির উদ্দিন ও ড. নজরুল ইসলাম। ব্রিফিং এ বাংলাদেশ আর্মির ব্রি.জেনারেল এ কে এম আমিনুল হক, এস এম জিয়াউল আজিম, এবিএম হুমায়ন কবির, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, শহিদুল ইসলাম, এ এস এম বাহাউদ্দিন, জি এম শরিফুল ইসলাম, নৌ বাহিনীর সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, ক্যাপ্টেন এ কে এম জাকির হোসাইন, বিমান বাহিনীর আবুল ফজল মোহাম্মদ আতিকুজ্জামান, সিভিল সার্ভিস ও নাইজেরিয়ান আর্মির এন এন রোমি, আইসি কেটের, জো ইমেমি, বিমান বাহিনীর ক্যাপ্টেন আই ইমোকি ও শ্রীলংকান আর্মির ব্রিগে.জেনারেল এইচ জি পি এম কারিয়া ওয়াসাম উপস্থিত ছিলেন।