চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৬৮ জন শনাক্ত,৩ জনের মৃত্যু

99

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন জেলায় একদিনে এটি সর্বোচ্চ শনাক্ত। আজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা ১১৮ জনের নমূনা ফলাফলে ৫১ জন শনাক্ত হন। এছাড়া এন্টিজেন পরীক্ষায় শিবগঞ্জের ১১ ও গোমস্তাপুরের ৬ জন শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, নতুন করে শনাক্তদের তথ্য ও অবস্থান যাচাই করা হচ্ছে। সিভিল সার্জন আরও বলেন, আজ ও গতকাল এই দু’দিনে সদর, শিবগঞ্জ ও ভোলাহাটের ১ জন করে আরও ৩ জন মারা গেছেন। এদের মধ্যে শিবগঞ্জ ও ভোলাহাটের দু’জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে মারা গেছেন। সদরের ১ জন  জেলা সদর হাসপাতালে মারা গেছেন। সদর ও ভোলাহাটের  মৃত দু’জন এন্টিজেন পরীক্ষায় পজিটিভ ছিলেন। তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ১ হাজার ২১২ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে এ পর্যন্ত ১ হাজর জন সূস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মারা গেলো ২৫ জন। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা গেছেন ১১ জন। ফলে জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১৮৭ জন। সিভিল সার্জন আরও জানান, জেলায় গতকাল থেকে  ৮ হাজার ৩১৮ টি নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফল পাওয়া যায় নি ৮৭ টি নমূনার। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জন ভর্তি ছিলেন।