কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগ : শিবগঞ্জে ২৫ মণ লখনা আম ধ্বংস

131

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসময়ে আম পেড়ে তা কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে ২৫ মণ আম জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানা চত্বরে আমগুলো ধ্বংস করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিঠুন মৈত্র, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি জানান, পাড়ার সময় না হওয়া পর্যন্ত বাজারে আম না নামানোর নির্দেশনা দেয়ার পরও একশ্রেণির অর্থলোভী অসাধু ব্যবসায়ী অপরিপরিক্ব আম পেড়ে কেমিক্যাল দিয়ে পাকাচ্ছে। বিষয়টি জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে পুলিশের একটি দল একটি আড়তে অভিযান চালিয়ে ৪৫টি ক্যারটে ২৫ মণ লখনা জাতের আম জব্দ করা হয়। পরে থানা চত্বরে নিয়ে গিয়ে ধ্বংস করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে তিনি জানান।