চাঁপাইনবাবগঞ্জে দু’লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

102

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত চারদিন জাতীয় ্ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই চারদিন (শুক্রবার ব্যতীত) জেলার ২ লক্ষ ৫ হাজার ১৫৭ জন শিশুকে পর্যায়ক্রমে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৫৭১ জন শিশু খাবে নীল রং এর ১ লক্ষ আইইউ ক্ষমতার ক্যাপসুল এবং ১২-থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮০ হাজার ৫৮৬ জন শিশু খাবে ২ লক্ষ আইইউ ক্ষমতার লাল রং এর ক্যাপসুল।
ক্যাম্পেইন সফল করতে বৃহস্পতিবার(৯জুন) বিকেলে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ। তিনি বলেন, এ লক্ষে জেলায় স্থায়ী,ভ্রাম্যমাণসহ ১ হাজার ১৬৫টি কেন্দ্র কাজ করবে। এজন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে ৩ হাজার ৯০৯ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে। সিভিল সার্জন আরও জানান, আগামী ১২ জুন দিনব্যাপী কর্মসূচী পালনের কথা থাকলেও আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত সময় পূণ:নির্ধারণ করা হয়েছে।
সভায় ভিটামিনের গুরুত্ব তুলে ধরেন চিকিৎসা কর্মকর্তা আব্দুর রাকিব। এতিটি শিশুকে ভিটামিন খাওয়ানোর স্বাস্থ্য বিভাগীয় কাঠামো,পদ্ধতি ও প্রক্রিয়া তুলে ধরেন জেলা সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর তত্বাবধায়ক আমিরুল মোমেনীন জীবন।