চাঁপাইনবাবগঞ্জে দুইদিনে ১৬৯ নমুনা পরীক্ষায় শনাক্ত ২৮ জন

111

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল ও আজ রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৬৯ জনের নমুনার আরটি-পিসিআর পরীক্ষায় এই ২৮ জনের দেহে করোনা ধরা পড়ে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ১ ও ৩ জুলাই ৫৪টি নমুনা সংগ্রহ করে ৪ জুলাই ল্যাবে পাঠানো হয়। সেখানে ৫ জুলাই নমুনাগুলো পরীক্ষা করা হয়। ৫৪ জনের আরটি-পিসিআর পরীক্ষায় ১০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ৫৪টি নমুনা জেলার সদর উপজেলা থেকে সংগৃহীত বলে তিনি জানান।
অপরদিকে আজ ১১৫ জনের আরটি-পিসিআর পরীক্ষায় ১৮ জন শনাক্ত হয়। এর মধ্যে সদরের ৮৮ জনে ১০ জন ও শিবগঞ্জ উপজেলার ২৬ জনে ৮ জন শনাক্ত হয়। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী গতকাল ম্গংলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।