চাঁপাইনবাবগঞ্জে ড্রাইভিং লাইসেন্সের সিন্ডিকেট চক্রের ৪ সদস্যসহ আটক ১২

130

চাঁপাইনবাবগঞ্জে জাল সনদে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স করার চেষ্টার অভিযোগে সিন্ডিকেটের ৪ সদস্যসহ ১২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ড্রাইভিং লাইসেন্স করার নিমিত্তে ৮ জনের আবেদনে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ পাওয়া যায়। এ অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কোর্টবাগান, বিশ্বরোড ও সদর সাবরেজিস্ট্রি অফিস এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স সিন্ডিকেটের ৪ সদস্যকে দুপুর আড়াইটার দিকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আবেদনকারীরা যে শিক্ষাপ্রতিষ্ঠানের সনদপত্র আবেদনে সংযুক্ত করেছে তা ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের নয় বলে প্রত্যয়ন দিয়েছেন প্রতিষ্ঠান প্রধানগণ। সেই সূত্র ধরে প্রথমে ৮ জন আবেদনকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।