চাঁপাইনবাবগঞ্জে জেলা করোনা প্রতিরোধ কমিটির সাথে ৫ উপজেলা কমিটির ভিডিও কনফারেন্স

195

চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সাথে জেলার সকল(৫টি) উপজেলা কমিটির ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সভায় জেলার করোনা ভাইরাসজনিত পরিস্থিতি করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ সদস্যের জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কমিটি আহ্বায়ক এজেডএম নূরুল হক। এসময় কমিটি সদস্য সচিব সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক এ্কএম তাজকিরউজজামান দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক আবুল কালাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সহ কমিটির সদস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্স একই সময় জেলা প্রশাসক কার্যালয়ের সাথে যুক্ত ছিলেন প্রতিটি ১১ সদস্য বিশিস্ট সকল উপজেলা করেনা প্রতিরোধ কমিটির সদস্যরা। উপজেলা কমিটিগুলোর আহ্বায়ক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ।
সদর উপজেলা সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এমএ মাতিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার সহ উপজেলা কমিটি সদস্য সংশ্লিষ্টরা। 

নাচোলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে। আজ সকালে নাচোল বাসস্ট্যান্ড মোড়সহ পৌর এলাকায় বিভিন্ন জায়গায় এ তৎপরতা জোরদার করতে দেখা যায়। করোনা ভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে কেনা কাটা ছাড়া অযথা কেউ বাইরে ঘুরাঘুরি ও বাইক, অটোচার্জার ভ্যানসহ যে কোন যানবাহন চলাচল করতে পারবেনা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে কেনাকাটা করতে আসলেও দূরত্ব সীমাবদ্ধ বজায় রেখে কেনাকাটা করতে পারবে।  অযথা কেউ বাইরে ঘুরাঘুরি করলে ঐ ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।