চাঁপাইনবাবগঞ্জে করোনা সতর্কতায় শিল্প মেলা বন্ধ

109

চাঁপাইনবাবগঞ্জে করোনা সতর্কতায় সরকারের ১৮ দফা নির্দেশনা’র আলোকে চলমান তাঁত, বস্ত্র, হস্ত কুটির শিল্প মেলা-২১ বন্ধ ঘোষণা করা হযেছে। গতকাল জেলা প্রশাসন এ সংক্রান্ত নির্দেশনা জারির পর আজ থেকে তা কার্যকর হয়েছে। গত ১৫’ মার্চ শহরের পুরাতন ষ্টেডিয়ামে উদ্বোধন হওয়া মাসব্যাপী মেলা আগামী ১৩’এপ্রিল পর্যন্ত চালু থাকার কথা ছিল। কিন্তু সরকারী নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়াতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন মেলা বন্ধের নিদের্শনা দেয় বলে জানিয়েছেন মেলা কমিটির এক সদস্য। ৮০টির বেশি ষ্টল ও শিশুদের বিভিন্ন রাইডস নিয়ে জমে ওঠা মেলা ঘুরতে এসে আজ ফিরে যেতে দেখা গেছে। এ ব্যাপারে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, সকল ক্ষেত্রেই সরকারী ১৮ দফা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান জানান, সতর্কতার অংশ হিসেবে সবদিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার প্রকোপ কমলে সুবিধেমত সময়ে আবারও মেলা খুলে দেয়া হতে পারে।