এতিমদের সাথে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁভালি’র

208

অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “চাঁপাইনবাবগঞ্জের ভাষায় লিখি (চাঁভালি)” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সদর উপজেলার নামোশংকরবাটী তারবিয়াতুল মাসাকিন ইয়াতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরে নিয়ে ভোজন উৎসব ও সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। রক্তের বন্ধনে চাঁভালি সবখানে এই শ্লোগানে ২০২০ সালের আজকের দিনে অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপটি যাত্রা শুরু করে। বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা ২৬ হাজারের উপরে। গ্রুপটির অ্যাডমিন রুবেল আলী জানান, জন্মদিন সাধারণত কেক কেটে পালন করা হলেও, তারা এতিম শিশুদের সকাল ও দুপুরে খাবারের ব্যবস্থা করার মাধ্যমে উদযাপন করেছেন। মূলত অনলাইনে চাঁপাইনবাবগঞ্জের ভাষা চর্চা, দেশ ও দেশের বাইরে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জের মানুষের সেতু বন্ধন ও বিভিন্ন আপদ-বিপদে এগিয়ে আসাই এই স্বেচ্ছাসেবী গ্রুপের লক্ষ্য।