চাঁপাইনবাবগঞ্জে এইচআইভি-এইডস প্রতিরোধে সভা

259

চাঁপাইনবাবগঞ্জে এইচআইভি ও এইডস প্রতিরোধে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে লাইট হাউস।
সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সিদ্দিকী সিরাজুম মনিরা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, লাইট হাউস চাঁপাইনবাবগঞ্জ ড্রপ-ইন সেন্টার ম্যানেজার সালাহ উদ্দিন জুয়েলসহ অন্যরা।
সভায় স্বাস্থ্য সেবাপ্রদানকারী, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সিভিল সার্জন বলেন- সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এইচআইভি/এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে রোহিঙ্গাদের কারণে এইচআইভির ঝুঁকি অনেক গুণ বেড়ে গেছে। এছাড়াও এমএসএম ও হিজড়াদের মধ্যে এইচআইভি/এইডস ঝুঁকি হ্রাস করা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলের সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।