চাঁপাইনবাবগঞ্জে উজ্জিবিত কিশোরীদের “পুষ্টি ও সামাজিক উন্নয়ন বিষায়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

337

চাঁপাইনবাবগঞ্জে উজ্জিবিত কিশোরীদের “পুষ্টি ও সামাজিক উন্নয়ন” বিষায়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধণ করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পল্লীকর্ম সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর ডেপুটি ম্যানেজার আসরাফ হোসেন, ইউপিপি উজ্জিবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফারুক আহমেদ, টেকনিক্যাল অফিসার জুবাইদুর আলমসহ অন্যরা। “খাদ্য নিরাপত্তা ২০১২” শীর্ষক প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রয়াসের উজ্জিবিত কিশোরী ক্লাবের ২১জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন কিশোরীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ তোমাদের সমাজে আত্মপ্রতিষ্ঠিত নারী হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে। তিনি আরোও বলেন, তোমরা যারা এখানে এসেছে সবাই আগামি প্রজন্মকে নিজের ভবিষ্যংকে জয় করার জন্য এখানে এসেছে, ভবিষ্যং কে জয় করা আমি মনে করি পড়ালেখার মধ্যে দিয়ে নিজেকে সচেতন করার মধ্যে দিয়ে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হওয়ার মধ্যে দিয়ে। তো আমি বিশ্বাস করি যে তোমরা যারা এখানে এসেছো, তারা আগামিতে আরোও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হবে। এই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হতে নিজেকে সচেতন করবে এবং সাথে সাথে সমাজের অন্য মেয়েদের সচেতন করবে। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, আমরা আশা এই প্রশিক্ষনের ফলে আমাদের মেয়েরা যারা অকালেই তাদের জীবনের যে মূল শ্রোত ধারা সেখান থেকে তারা বিচুত হয়ে যাচ্ছে সেখান থেকে তাদের বের করে আনতে পারব। এই অংশগ্রহনকারীরা এখান থেকে যে জীবন দক্ষতা মূলক জ্ঞান আছে অর্জন করবে এটি তাদের জীবনকে সহায়তা করতে সাহায্য করবে এবং তারা প্রত্যেকে আগামি দিনের নারী অধিকার এবং সামাজিক আন্দোলনে একেকজন চাপাইনবাবগঞ্জের নেতা হয়ে উঠবে এবং একজন দক্ষকর্মী হয়ে উঠবে। এসময় তিনি প্রয়াসের কাছে প্রত্যাশা করে করে বলেন, প্রয়াসের কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। আগামিদিনে আরোও বড় পরিসরে আসরে প্রয়াস বেশি বেশি কাজ করবে। যার মাধ্যমে আমরা বাল্যবিয়ে মুক্ত, নারী নির্যাতন মুক্ত, ইভটিজিং মুক্ত, যৌতুকমুক্ত, নারীর অধিকারের দিক থেকে দেশের সুশাসনে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি প্রতিষ্ঠিত জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।