চাঁপাইনবাবগঞ্জে উচ্ছেদ অভিযান অব্যাহত

207

চাঁপাইনবাবগঞ্জ অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় রেলবস্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়। এবিষয়ে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সার্কিট হাউস থেকে অকট্্রয় মোড় পর্যন্ত একটি রাস্তা দীর্যদীন ধরে অবৈধ দখরকারীদের দখলে ছিল তারা সেখানে দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিল তারা বিভিন্ন স্থাপনা তৈরী করেছিল এমনকি মসজিদ তৈরী করেছিল। আমরা সবগুলো স্থাপনা তুলে দিয়েছি রাস্তাটা ফ্রি হয়েছে। রাস্তাটি পাকাকরন করা হবে আশা করি সেটা হলে অনেক সুবিধা হবে। আজকে আরেকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সেটা রেলষ্টেশনের পাশে। রেলের জমিতে দীর্যদিন ধরে বসতি ছিল যেখানে অসামাজিক কাজ কর্মছিল। আজকে সে বস্তিটা তুলে দিয়েছি। সেখানে একটি সুন্দর প্রকল্প হবে ইসলামী ফাউন্ডেশন এর উদ্যেগে সারাদেশে সকল জেলা উপজেলাতে একটি করে মসজিদ ও ইসলামী জ্ঞান চর্চাকেন্দ্র সাংস্কৃতিক চর্চাকেন্দ্র হবে। সদর উপজেলায় সে সাংস্কৃতিক চর্চাকেন্দ্রটি গড়ে উঠবে। শিগগিরই কাজ হবে ইতিমধ্যে টেন্ডার হয়েছে। যেটা ভাঙ্গা হয়েছে সেটাই তুলল আরোও অন্যকোন প্রকল্প নিলে বাকি বস্তি উঠানো হবে। এ জেলাতে কোন অবৈধ স্থাপনা থাকবে না। যে মানুষগুলোকে উঠানো হয়েছে তাদের বেশিরভাগই জমি জায়গা রয়েছে। তারা স্বচ্ছল তারা সেখানে অবৈধ ব্যবসা করার জন্য থাকত। কিন্তু যাদের একবারে নাই তাদেরকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।