চাঁপাইনবাবগঞ্জে আরো ১০ জন আক্রান্ত

140

চাঁপাইনবাবগঞ্জে আরো ১০ জন নতুন করে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ ও ১ জন নারীসহ ৬ জন, শিবগঞ্জে ২জন পুরুষ ও ১জন নারীসহ ৩ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষের দেহে ডেঙ্গু জ¦র শনাক্ত হয়।
নতুন করে আক্রান্তদের মধ্যে ১ জনের বাড়ি সুইচঘাট, ১জনের নতুনহাট, ১জনের চরমোহনপুর, ১জনের খাসের হাট, ১জনের ইসলামপুর, ১জনের চরপাঁকা, ১জনের বাবুপুর, ১জনের নতুন বাররশিয়া, ১জনের চৈতন্যপুর ১জনের বাড়ি সনিদিঘী।
মঙ্গলবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩১ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৪১০ জনকে। এর মধ্যে মঙ্গলবার ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৩৩৫ জন পুরুষ এবং ৭৫ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ৪ নারীসহ ১২ জন পুরুষ, শিবগঞ্জে ১ নারী ও ২ জন পুরুষ এবং গোমস্তাপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে পুরুষ রোগী ভর্তি রয়েছেন।