চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

54

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে  শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদ্যাপন হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি তার বক্তব্যে বলেন আমাদের নতুন প্রজন্মের জন্য এ পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছি। ভূমি সেবাসহ এখন সব কাজ অনলাইনে হচ্ছে। আর অনলাইনে হবার কারণে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক।
সংবিধানে প্রত্যেক মানুষের সমান অধিকার দেয়া হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন রাষ্ট্রের কাছে জনগণের যেমন অধিকার আছে তেমনি রাষ্ট্রের জন্য জনগণের কর্তব্যও আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফকরুল আবেদীন হিমেল।
সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং সূচনা বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
এর আগে জেলা প্রশসাকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদসহ জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে উপজেলা প্রশাসন ভবনের হলরুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেনÑ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। সাংবাদিক একেএস রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম। এতে সূচনা বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি অংশগ্রহণ করে।
উপজেলা মিনি কনফারেন্স রুমে দুর্নীতি প্রতিরোধ দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নেজামপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুরুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান ও নাচোল সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহিদুল ইসলাম।