চাঁপাইনবাবগঞ্জে আতপ ধানচাল মিল মালিকদের সাথে সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময়

621

চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধানচাল ব্যবসায়ী সমিতি এবং জেলা অটো মিল, চাল কল মালিক গ্রুপের নেতৃবৃন্দের সাথে সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মাসুদ উদ হক ইন্সটিটিউট মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোজ্জামেল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্র্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল খালেক, নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপক নজরুল ইসলাম সহ অন্যান্যরা। ট্রাক চালক ও হেলপারের মজুরী বৃদ্ধি ও শ্রমিক আইন মান্য করে রাস্তায় ট্রাক চলাচল করা, চালককে নেশা করে গাড়ি না চালানোসহ বিভিন্ন পরামর্শ উঠে আসে মতবিনিময় সভায়। মতবিনিময় সভায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চালকদের মাসিক বেতন ২ হাজার ৫০০টাকা, হেলপারের বেতন ১হাজার ৫০০টাকা, প্রতিদিন চালকের খাওয়া বাবদ ৩০০টাকা, হেলপারের ২০০টাকা ও মোট ভাড়ার উপর চালকের কমিশন ৮ শতাংশ এবং হেলপারের ৪ শতাংশ করার প্রস্তাব করা হয়।