চাঁপাইনবাবগঞ্জে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার

197

চাঁপাইনবাবগঞ্জে ‘আল্টিমা ফার্ম’ নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র‌্যাব ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত বুধবার বেলা ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন মৌচাক মার্কেটে মো. আলমগীরের ন্যাশনাল ইলেট্রনিকস ও জুয়েল ব্যাটারির দোকানের ভেতরে অভিযান চালানো হয়। অভিযানে ‘আল্টিমা ফার্ম’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মো. আলাউদ্দিন জুয়েল (৩৩) ও মো. মামুনুর রশিদ (৩৫)। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।