চাঁপাইনবাবগঞ্জের ২৩ মেধাবী ৪৩তম বিসিএসে

1804

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন মেধাবী সন্তান সুপারিশ পেয়েছেন। এখন শুধু গেজেটের অপেক্ষা। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেও যে বিসিএস ক্যাডার হওয়া যায়, তার স্বাক্ষর রেখেছেন এইসব মেধাবীরা। তারা মনে করেন, সঠিক দিকনির্দেশনা আর নিজের ইচ্ছেশক্তি থাকলে ভালো কিছু করা যায়। সুপারিশপ্রাপ্ত ২৩ জনের মধ্যে ১৪ জন সাধারণ শিক্ষা, ৩ জন প্রশাসন, ৩ জন প্রাণিসম্পদ, ১ জন স্বাস্থ্য, ১ জন তথ্য ও ১ জন কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছেন। শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন- মোসা. আফসানা আখতার রেশমী, মো. আশিক ইকবাল, মো. ফরহাদ হোসেন, মার্শাল নূর, মো. মতিউর রহমান, মো. আব্দুল কাদির, মো. হালিম রেজা, মিঠুন শাকিল, শাহরিয়ার কামাল, উম্মে তামিমা দিশা, তৌহিদুল ইসলাম, আব্দুল কাদের জিলানী, মো. শাহাদুল ইসলাম ও পারভেজ আলী। প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্তরা হলেন- মো. নাঈম আবদুল্লাহ, ইসমাত বিনতে ইউসুফ ও সামিউল আলম। প্রাণিসম্পদ ক্যাডারে সুপারিশ পেয়েছেন-বুল কালাম আজাদ, মো. শাহজাহান আলী ও মোসা. নাজনীন। এছাড়া তথ্য ক্যাডারে মাহমুদ শুভ, কৃষি ক্যাডারে রাজু চৌধুরী এবং স্বাস্থ্য ক্যাডারে জেসমিন শিরিন কাদরী সুপারিশ পেয়েছেন। এদিকে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী রাজু চৌধুরী ও মো. আবুল কালাম আজাদ ৪৩তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর তার ফেসবুক পোস্টে এই দুজনকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।