চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবি-চোরাকারবারী গুলি বিনিময়, ৫টি আগ্নেয়াস্ত্রসহ ফেন্সিডিল উদ্ধার

152

শিবগঞ্জ উপজেলার খনিয়াদিঘী সীমান্তে চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে গুলি বিনিময়ের ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে সেখান থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে এঘটনা ঘটে। এনিয়ে আজ বিকেল ৪টায় ৫৯ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম সালাহ উদ্দিন জানান, রাত সোয়া একটার দিকে সীমান্ত এলাকা থেকে আসা একটি মিশুক থামানোর জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় মিশুক থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। বিজিবিও পাল্টা গুলি চালায়। চোরাচালানীদের ৩ রাউন্ড গুলির জবাবে বিজিবি ৭ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে চোরাচালানীরা পালিয়ে গেলে সেখান থেকে ৩টি ওয়ান শ্যুটার গান, ২টি পিস্তুল, ৩টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি, ২৯৮ বোতল ফেনসিডিলসহ মিশুকটি জব্দ করে।