চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা : মোড়ক উন্মোচিত হলো ‘অগ্নিস্বাক্ষর’ বইয়ের

109

চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধবিষয়ক প্রকাশনা ‘অগ্নিস্বাক্ষর’ বইয়ের মোড়ক উন্মোচন ও মুজিববর্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসন বইটি প্রকাশ করেছে।
আজ বুধবার নবাবগঞ্জ ক্লাবে সকালে এই বইয়ের মোড়ক উন্মোচন এবং প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল, পুলিশ সুপার এএইচএম আবদুৃর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধ রুহুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন- মুজিববর্ষ উপলক্ষে জেলার সকল মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে এবং নতুন প্রজন্মকে বীর মুক্তিযোদ্ধাগণ কিভাবে দেখতে চান, স্বপ্নের বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের কি ভূমিকা হওয়া উচিত তা তারা এই বইটিতে বিধৃত করেছেন। তিনি বলেন, পরবর্তী সংস্করণে বইটি আরো সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন তার রচিত ‘মহাকবির কাব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ কবিতাটি আবৃত্তি করেন।
বইটিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাতাভোগী জীবিত মুক্তিযোদ্ধাদের ছবি, তথ্য ও নতুন প্রজন্মের উদ্দেশ্যে তাদের স্বহস্তে লিখিত বাণী রয়েছে। জেলা প্রশাসনের প্রকাশনাগুলোর মধ্যে এটি অন্যতম প্রকাশনা।