চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

73

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ রোপা আমন ধানের হাইব্রিড ও উফশি জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদসহ অন্যরা।