চাঁপাইনবাবগঞ্জের উপজেলাগুলোয় করোনার টিকা নিলেন যারা

135

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল প্রথম করোনার ভ্যাকসিন নেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
রবিবার সকালে এ উপজেলাতেও স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি বুথে এ কার্যক্রম শুরু হয়। পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুল বারী এবং নিববন্ধনকারী নারী-পুরুষরা টিকা নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান জানান, প্রথম দিনে বেলা ২টা পর্যন্ত ২৯ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া। প্রথম টিকা গ্রহণ করেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লুৎফর রহমান।
ডা. সুলতানা পাপিয়া জানান, কোভিড-১৯ ভ্যাকসিনের ৪২৭টি ভায়াল পেয়েছি। প্রতি ভায়ালে ১০ জন ব্যক্তি টিকা নিতে পারবে। এ টিকার প্রথম ডোজ যারা নিবে পরবর্তী এক মাস পরে পুনরায় দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। তিনি আরো জানান, ১৩০ জন ব্যক্তি অনলাইনে টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। প্রথম দিনে ১৮ জন ব্যক্তি এই টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। টিকা নেয়া ব্যক্তিরা সুস্থ রয়েছেন বলে তিনি জানান।
ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম টিকা গ্রহণ করে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।
এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান টিকা নেন। পর্যায়ক্রমে মোট ২৯ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে ২৭ জন পুরুষ ও ২ জন নারী।
করোনার টিকা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি পুরুষ ও ১টি নারী বুথ চালু করা হয়েছে।
প্রথম টিকাদান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় করোনা টিকা নিয়েছেন ৮ জন। রবিবার সকাল হতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেয়া হয়।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
উদ্বোধনী দিনে জনপ্রতিনিধিদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, চিকিৎসক নাসির উদ্দিনসহ ৮ জন টিকা গ্রহণ করেন।
রবিবার পর্যন্ত উপজেলায় ২১৮ জন ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।
নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনের মাধ্যমে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার।
প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মো. আব্দুস সাত্তার টিকা গ্রহণ করেন।