ঘৃণানির্ভর রাজনীতি চান না বিলওয়াল ভুট্টো

361

পাকিস্তান ও ভারতে এখন যে ঘৃণানির্ভর রাজনীতি চলছে, এর অবসান চান দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, তাঁর দেশ পাকিস্তানে ঘৃণানির্ভর রাজনীতির বাইরে একটি প্রগতিশীল বিকল্প রাজনীতি দরকার। কথাগুলো বিলওয়াল বলেছেন ভারতের ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডেকে। ভারতের কোনো গণমাধ্যমের সঙ্গে এই প্রথম কথা বললেন বেনজির ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছেন বিলওয়াল। সেখানেই এ সাক্ষাৎকার দেন। আলোচনার বড় অংশজুড়ে ছিল ভারত-পাকিস্তান সম্পর্ক। এ ছাড়া পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি, ভারতের রাজনীতির অবস্থা, উপমহাদেশের সার্বিক পরিস্থিতি, বৈশ্বিক পরিম-লে পাকিস্তানের অবস্থানÑএসবই ছিল আলোচনায়। খুব স্বাভাবিকভাবে এসেছে কাশ্মীর প্রসঙ্গ। উপমহাদেশের রাজনীতির বর্তমান অবস্থা সম্পর্কে তরুণ রাজনীতিক বিলওয়াল বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনীতিক বেশি মাত্রায় লোকরঞ্জনবাদ পছন্দ করেন। তাঁরা ঘৃণানির্ভর রাজনীতি চান। জনগণের নেতিবাচক মনোভাবকে পুঁজি করতে চান তাঁরা। বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মীয় গোষ্ঠীর ভেতরে বিভেদ তৈরি তাঁদের পছন্দের। পাকিস্তানের রাজনীতি নিয়ে বিলওয়ালের মন্তব্য, পাকিস্তানে এখন যে লোকরঞ্জনবাদ চলছে, এর একটি বিকল্প দরকার। সত্যিকার অর্থে এখানে বিকল্প প্রগতিশীল রাজনৈতিক শক্তি দরকার। ভারতের ডানপন্থী রাজনীতির উত্থানের সমালোচনা করেন বিলওয়াল। তাঁর কথা, এ ধারার রাজনীতি শুধু বিভেদ বয়ে আনে। বিলওয়াল বলেন, এটা যেকোনো দেশের জন্য সত্য। এ রাজনীতি কোনো দেশের জন্য মঙ্গলজনক না।