গ্রেপ্তার হামাসের মুখপাত্র

98

পশ্চিম তীরে হামাসের মুখপাত্র হাসান ইউসেফকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীরে অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

হামাসের পক্ষে কাজ করার সন্দেহে গ্রেপ্তার ইউসেফকে গ্রেপ্তার করা হয়েছে। ইউসেফ ফিলিস্তিনের একজন উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতা। তিনি পশ্চিম তীরে হামাসের সরকারি মুখপাত্র। ফিলিস্তিনের আইন পরিষদের সদস্য। এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর অভিযানে হামাসের যে ৬০ সদস্যকে আটক করা হয়েছে তার মধ্যে ইউসেফ একজন। টানা ১৪ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে উভয়পক্ষে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি জন। এতে গাজায় ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। খাবার, পানি, ওষুধ ও বিদ্যুতের সংকটে বিপর্যস্ত অবস্থা গাজা উপত্যকার।