গোমস্তাপুর ও নাচোলে কৃষকের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ

115

নাচোলে মাঝে খরিফ-২ মৌসুমে মাসকলাই এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনার মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নীসহ অন্যান্যরা। খরিফ-২ মৌসুমের ২০২০-২০২১অর্থ বছরে উপজেলার ৪ ইউনিয়ন ও নাচোল পৌর এলাকার ২শ’ ৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে মাস কলাই এর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এদিকে, গোমস্তাপুরে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিরতণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এতে বক্তব্য দেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। উল্লেখ্য, মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিফ-২/২০২০-২০২১ মৌসুমে ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪’শ জনকে ৫ কেজি মাসকালাই বীজ ও ১৫ কেজি সার বিনা মূল্যে প্রদান করা হয়।