গোমস্তাপুরে লটারীতে ভাগ্য নির্ধারণ হল ১৫’শ ৪৩ জন কৃষকের

196

গোমস্তাপুর উপজেলায় এবার আমন ধান সংগ্রহ অভিযানকে সামনে রেখে কৃষি বিভাগের তালিকা ভূক্ত মোট ১২ হাজার ২’শ ৭২ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ১৫’শ ৪৩ জন কৃষকের ভাগ্য নির্ধারিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ধান সংগ্রহ অভিযানে অংশ নেয়া কৃষকদের তালিকা লটারীতে নির্ধারণ করা হয়। লটারী পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিযাকত আলি খানসহ অন্যান্যরা। লটারীতে কৃষি বিভাগের তালিকাভূক্ত কৃষকদের মধ্যে গোমস্তাপুর ইউনিয়নে ১’শ ১৯ জন, চৌডালা ইউনিয়নে ৩৪ জন, বোয়ালিয়া ইউনিয়নে ৭৩ জন, আলিনগর ইউনিয়নে ৯১জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ১’শ ১২জন, রহনপুর (নন্দীপুর) ইউনিয়নে ২’শ ২৪ জন, রাধানগর ইউনিয়নে ৩’শ ৫৯ জন, পার্বতীপুর ইউনিয়নে ৩’শ ৯৮ জন ও রহনপুর পৌরসভায় ১’শ ৩৩ জন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক জানান, প্রত্যেক কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ মে.টন ধান সংগ্রহ করা হবে।