গোমস্তাপুরে চালু হলো নিরাপদ মাছ বাজার : সহযোগিতায় প্রয়াস

145

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভেড়ি বাজারে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কারিগরি সহযোগিতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে।
‘নিয়মিত নিরাপদ মাছ খাই, রোগবালাইয়ের ঝুঁকি কমায়’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাতের) আওতায় এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক ফারুক আহমেদ, গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, চৌডালা শাখার ব্যবস্থাপক কুতুব উদ্দিন, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও এলাকার ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প ব্যবস্থাপক ফারুক আহমেদ জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য খাতের আওতায় প্রদর্শনী পুকুরে চাষ করা নিরাপদ মাছ এই কেন্দ্রে বিক্রয় করা হচ্ছে।