গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান

100

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি দিয়েছে গোমস্তাপুর উপজেলা প্রশাসন। এছাড়া ২০জনকে শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে প্রাথমিক পর্যায়ের ৮০ জনের প্রত্যেককে ২ হাজার ৪শ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জনকে ৬ হাজার টকা করে ও কলেজে পর্যায়ে ২০জনকে নয় হাজার ৬শ টাকা করে উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অন্যদিকে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ২০ জন ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। এ সময় আদিবাসী সমন্বয় পরিষদের সাবেক নেতা লুইস টুডুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত ওই ২০ জন ছাত্রীকে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা সভাকক্ষে ৬টি এতিমখানাসহ অন্যদের মধ্যে ৫শ ৯০ টি কম্বল তুলে দেওয়া হয়।