গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

48

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উফশী হাইব্রিড জাতের ধান ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রইশ উদ্দিন, আবুল কালাম আজাদসহ অন্যরা। চলতি অর্থবছরে গোমস্তাপুর উপজেলার ১১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন। এর মধ্যে উফশী জাতের ধানবীজ ৬ হাজার ১০০ জন ও হাইব্রিড জাতের ধানবীজ ৫ হাজার কৃষককে দেওয়া হচ্ছে। হাইব্রিড জাতের ধানের বীজ প্রতিজন ২ কেজি করে পাচ্ছেন। এছাড়া ৫ কেজি করে উফশী জাতের ধানের বীজসহ ২০ কেজি রাসায়নিক সার পাচ্ছেন কৃষকরা।