গোমস্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

197


বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ- শ্লোগানে গোমস্তাপুরে ২০১৮-১৯ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম প্রকল্পের সিআইজি ও নন সিআইজি খামারি ও কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আনন্দ কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক সর্দার, ভেড়া খামারী আব্দুল বাসিরসহ অন্যান্যরা। প্রশিক্ষণ কর্মশালায় প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধিকরণের লক্ষ্যে প্রায় ১৫০ জন নারী ও পুরুষ খামারিরা অংশ নেয়।
এদিকে, গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া মিশন মিলনায়তনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। বক্তব্য দেন, উপসহকারী কৃষি কর্মকর্তা গাণিউল ইসলাম ও ইব্রাহিম খলিল। আইএফডিসি প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এছাড়া এলাকার ২৫ জন কৃষক অংশগ্রহণ করে।