উন্নয়ন টেকসই করতে গবেষণার বিকল্প নেই বলেছেন প্রধানমন্ত্রী

92


চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞানশিক্ষা ও গবেষণার ওপর আরো গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার মধ্য দিয়েই উন্নত সমাজ গড়ে তুলতে হবে। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তিখাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ১৪ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, ৩০ জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং ৩৭ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।