গোমস্তাপুরে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

82

গোমস্তাপুরে অভ্যন্তরিণ বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রহনপুর খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে উপজেলা প্রশাসন ও খাদ্য গুদাম আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক-উজ-জামান, রহনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলামসহ মিলার ও কৃষকরা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অভ্যন্তরীন বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলায় ৯০৭ মেট্রিকটন ধান ও চাল পাঁচ হাজার ২৮৬ মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে তাঁরা জানান। অ্যাপসের মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি ধরে ধান ও ৪৪ টাকা ধরে চাল সংগ্রহ করা হবে। উদ্বোধনী দিনে কৃষক জামিলুর রহমানের কাছে ৩ মেট্রিক টন ধান ও মিলার মেসার্স নজরুল ইসলাম অটো রাইস মিল ও আশরাফ ট্রেডার্সের কাছে ৩ মেট্রিক টন করে চাল সংগ্রহ করা হয়।