করোনায় চাঁপাইনবাবগঞ্জে নগদ অর্থ পাচ্ছে ৫২ হাজার দরিদ্র পরিবার

131

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত রিকশা চালক, রিকশা ভ্যানচালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকসহ নিম্ন আয়ের ৫২ হাজার পরিবার সরকারি সহায়তা হিসেবে আড়াই হাজার টাকা করে পাচ্ছেন। উপকারভোগীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা পেতে শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলায় ১৫ হাজার ৫শ পরিবার, শিবগঞ্জ পৌরসভাসহ শিবগঞ্জ উপজেলায় ১৬ হাজার ৬ শ পরিবার, রহনপুর পৌসভাসহ গোমস্তাপুর উপজেলায় ৯ হাজার ৪শ পরিবার, নাচোল পৌরসভাসহ নাচোল উপজেলায় ৬ হাজার পরিবার এবং ভোলাহাট উপজেলায় ৪ হাজার ৫ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক গৌড় বাংলাকে বলেন-এই ৫২ হাজার পরিাবরের ৫২ হাজার জনের তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রায় দেড়শ জন আজই টাকা পেয়ে গেছেন। তাদের মধ্যে কয়েকজনকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা প্রদান করা হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অুনষ্ঠিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি, সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনসহ অন্যরা।
উল্লেখ্য, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।