করোনায় মৃত্যু এক অঙ্কের ঘরে নেমেছে শনাক্ত ১ হাজার ২৯৮ জন

124

চলতি মাসে প্রথমবার করোনায় দৈনিক মৃত্যু এক অঙ্কের ঘরে নেমেছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৯৯৫ জন। ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন। বাকি বিভাগে কোনো মৃত‌্যু হয়নি।